বুধবার, ১৪ মার্চ, ২০১২

লোডশেডিংয়ের রাতে

** purona ekti lekha. jodi notun lekha dite na pari hoyto etakei...


মাদুরের নিচ থেকে হেঁটে আসে 'বিরক্তিরা'
                                 লোডশেডিংয়ের রাতে।
গুমোট অন্ধকারে চলে ভ্রু কুঁচকে, আচম্‌কা হোঁচট!
উল্টে পড়ে পুরনো আতরের নীল শিশিতে।
                                    হঠাৎ দুলুনিতে-   
নড়েচড়ে উঠে শিশির ভেতর ছোট্র 'আশ্বাস'
কিছুটা প্রশ্রয় পেয়ে নিঃশ্বাসে এসে লাগে
                          লোডশেডিংয়ের রাতে...



পিছু ফিরে 'সন্দেহ' নতুন গন্ধে; ছুঁড়ে অমূল্য ধনুক
ভেন্টিলেটর থেকে তীর ভাসে নিশ্চিত গতিতে।
এই যা! অন্ধকারে লক্ষ্যভ্রষ্ট! ছিঁড়ে যায় ধূসর মাকড়সার জাল!
আবদ্ধ মাকড়সা ছুঁটে  দেয়ালে দেয়ালে
পিঠ তার ছুঁয়ে আছে নরম 'বিশ্বাস'।

মাকড়সার  তাড়াহুড়ো...ছুটোছুটিতে
ফ্রেমে ঝুলানো 'পাপ'...একটু বেসামাল...
পা পিছলে অধঃপতন! অবশেষে পা ঠেকে খুকির হারমনিতে
 শুদ্ধ স্বর ভেঙে জেগে উঠে জীবন 'পুণ্য'।

এত হুটপাট!  কাঠের জানালায় বিস্ময়ে উঁকি দেয় উপগ্রহ
আলো এসে ভর করে অন্ধকারের বুকে।
অন্ধকারগ্রাসী আলো নয়; মায়াময় চাঁদের আলো! 
আলো আর অন্ধকার ভালোবেসে, নকশা আঁকে  ঘরের  জঞ্জালে।
আজকের এই লোডশেডিংয়ের রাতে...

২টি মন্তব্য:

বুধবার, ১৪ মার্চ, ২০১২

লোডশেডিংয়ের রাতে

** purona ekti lekha. jodi notun lekha dite na pari hoyto etakei...


মাদুরের নিচ থেকে হেঁটে আসে 'বিরক্তিরা'
                                 লোডশেডিংয়ের রাতে।
গুমোট অন্ধকারে চলে ভ্রু কুঁচকে, আচম্‌কা হোঁচট!
উল্টে পড়ে পুরনো আতরের নীল শিশিতে।
                                    হঠাৎ দুলুনিতে-   
নড়েচড়ে উঠে শিশির ভেতর ছোট্র 'আশ্বাস'
কিছুটা প্রশ্রয় পেয়ে নিঃশ্বাসে এসে লাগে
                          লোডশেডিংয়ের রাতে...



পিছু ফিরে 'সন্দেহ' নতুন গন্ধে; ছুঁড়ে অমূল্য ধনুক
ভেন্টিলেটর থেকে তীর ভাসে নিশ্চিত গতিতে।
এই যা! অন্ধকারে লক্ষ্যভ্রষ্ট! ছিঁড়ে যায় ধূসর মাকড়সার জাল!
আবদ্ধ মাকড়সা ছুঁটে  দেয়ালে দেয়ালে
পিঠ তার ছুঁয়ে আছে নরম 'বিশ্বাস'।

মাকড়সার  তাড়াহুড়ো...ছুটোছুটিতে
ফ্রেমে ঝুলানো 'পাপ'...একটু বেসামাল...
পা পিছলে অধঃপতন! অবশেষে পা ঠেকে খুকির হারমনিতে
 শুদ্ধ স্বর ভেঙে জেগে উঠে জীবন 'পুণ্য'।

এত হুটপাট!  কাঠের জানালায় বিস্ময়ে উঁকি দেয় উপগ্রহ
আলো এসে ভর করে অন্ধকারের বুকে।
অন্ধকারগ্রাসী আলো নয়; মায়াময় চাঁদের আলো! 
আলো আর অন্ধকার ভালোবেসে, নকশা আঁকে  ঘরের  জঞ্জালে।
আজকের এই লোডশেডিংয়ের রাতে...

২টি মন্তব্য: