বুধবার, ৪ এপ্রিল, ২০১২

সাধ একটি পারলৌকিক ডিম

মাঝে মাঝে অন্তত,সময় ডিঙিয়ে বনবাসে যেতে হয়
আমার এসব হয়না কিছুই
জলদুপুরে এক আঁজলা পানিতে ডুবিয়ে নাক
বেহুঁশ কাটাই রিক্ত প্রহর।


বাদলা বাতাসে ভাসে ডাহুকের ডাক
ফাঁদ বানানোর কৌশল ভুলে গেছি
বৃষ্টিতে ভিজে তুমি বাড়িয়েছো হাত
কাদাজলে হাডুডু দেখে কাটেনা সময়।

চালফুটো ঘর ছাড়িনি আজো
অঝোর বরষায় ভিজতে ভীষণ সাধ
বন্ধক দিয়েছি দাঁড়িয়াবান্ধার হাটে
মুক্ত চলার বিবিধ স্বপ্ন।

পূর্ণিমা ফুটেছে গোরস্থানের মাঠে
খিলখিল হাসি প্রতিধ্বনি হয়
আমার শরীরে মাঘের কামড়
জ্যোৎস্নায় সাঁতারের সাধ মেটেনা কখনো ।

1 টি মন্তব্য:

বুধবার, ৪ এপ্রিল, ২০১২

সাধ একটি পারলৌকিক ডিম

মাঝে মাঝে অন্তত,সময় ডিঙিয়ে বনবাসে যেতে হয়
আমার এসব হয়না কিছুই
জলদুপুরে এক আঁজলা পানিতে ডুবিয়ে নাক
বেহুঁশ কাটাই রিক্ত প্রহর।


বাদলা বাতাসে ভাসে ডাহুকের ডাক
ফাঁদ বানানোর কৌশল ভুলে গেছি
বৃষ্টিতে ভিজে তুমি বাড়িয়েছো হাত
কাদাজলে হাডুডু দেখে কাটেনা সময়।

চালফুটো ঘর ছাড়িনি আজো
অঝোর বরষায় ভিজতে ভীষণ সাধ
বন্ধক দিয়েছি দাঁড়িয়াবান্ধার হাটে
মুক্ত চলার বিবিধ স্বপ্ন।

পূর্ণিমা ফুটেছে গোরস্থানের মাঠে
খিলখিল হাসি প্রতিধ্বনি হয়
আমার শরীরে মাঘের কামড়
জ্যোৎস্নায় সাঁতারের সাধ মেটেনা কখনো ।

1 টি মন্তব্য: