মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩

HAPPY NEW YEAR 2014


'সংকাশ' এর সকল লেখক, গুণগ্রাহী ও পাঠককে  জানাই হ্যাপী নিউ ইয়ার। 

  আবার এলো প্রায় নববর্ষ
ব্যাপক বেদনা, অল্প স্বল্প হর্ষ
এরই মাঝে এগিয়ে যাবার আকুতি
সকল কিছুর আড়ালে আমজনতারই ক্ষতি

সামনের সবিকছু ভালো হোক শুধু  সেই কামনায়
২০১৪ সাল ছুইছুই এই ক্ষণে 'সংকাশ' স্বাগতম জানায়
.....................মামুন ম. আজিজ
on behalf of 'সংকাশ' ছোট কাগজ

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৩

প্রকাশিত হয়েছে ‌‌ সংকাশ ছোট কাগজের চতুর্থ সংখ্যা

মামুন ম. আজিজ এর সম্পাদনায় এবং পন্ডিত মাহী ও রনীল জহিরের নিবিড় সহযোগিতায় প্রকাশিত হলো 'সংকাশ' ছোট কাগজের দ্বিতীয় বর্ষ॥দ্বিতীয় সংখ্যা (ডিসেম্বর ২০১৩।। অগ্রহায়ণ-পৌষ ১৪২০)
এটি সংকাশ এর চতুর্থ সংখ্যা।

বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৩

প্রকাশিত হয়েছে 'সংকাশ' লেখক সংগঠনের দ্বিতীয় গল্প সংকলন 'নৈঃশব্দ্যের উচ্চারণ'



প্রকাশিত হয়েছে 'সংকাশ' লেখক সংগঠনের দ্বিতীয় গল্প সংকলন 'নৈঃশব্দ্যের উচ্চারণ'।

শব্দেরা কাঁদে-নীরবে, নিরালায়। নিরাপরাধ এবং গভীর সমৃদ্ধতায় ভারাক্রান্ত শব্দের পাল। মনের গহিনে, আড়ালে, কুহরে সে সকল শব্দ পালের বসবাস। শব্দরা অক্ষম নয়, শব্দেরা ভীষণ গতিময় এবং দূরন্ত-দূর্বার। শব্দগুলোও প্রাণ পায়, একজন গল্পকার শব্দদের কান্না ধারন করেন, প্রশমিত করেন কান্না। একজন গল্পকার চাষ করেন শব্দের ফসল। শব্দেরা বুনট হয় নিরেট কিংবা দীঘল দীঘির ঘন জলের ন্যায়, পাশাপাশি অনেক শব্দ, বাতাসের হিালে শব্দরা হাসে-কতশত শব্দের বুনটে এক একটি গল্প গল্পকারের হৃদয় হতে উঠে আসে কাগজের পাতায়। শব্দমালার সেই হাসি মাখা ফসলের উত্তাল প্রকাশ ঘটান যে গল্পকার তার প্রকাশও বাঞ্ছনীয়। সেই প্রকাশের আয়োজনে মেতেছে ‘সংকাশ’- লেখক সংগঠন।
একুশে গ্রন্থমেলা ২০১২ তে ‘সংকাশ’-লেখক সংগঠনটির প্রথম গল্প সংকলন ‘নৈঃশব্দ্যের শব্দযাত্রা’ প্রকাশিত হয়েছিল প্রকাশনা প্রতষ্ঠিান ভাষাচিত্র ।সংগঠনটি একুশে গ্রন্থমেলা ২০১৩তেও উদ্যগী হয়েছে দ্বিতীয় গল্প সংকলন প্রকাশের বাসনায়। তারই ফসল এই ‘নৈঃশব্দ্যের উচ্চারণ’।

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩

HAPPY NEW YEAR 2014


'সংকাশ' এর সকল লেখক, গুণগ্রাহী ও পাঠককে  জানাই হ্যাপী নিউ ইয়ার। 

  আবার এলো প্রায় নববর্ষ
ব্যাপক বেদনা, অল্প স্বল্প হর্ষ
এরই মাঝে এগিয়ে যাবার আকুতি
সকল কিছুর আড়ালে আমজনতারই ক্ষতি

সামনের সবিকছু ভালো হোক শুধু  সেই কামনায়
২০১৪ সাল ছুইছুই এই ক্ষণে 'সংকাশ' স্বাগতম জানায়
.....................মামুন ম. আজিজ
on behalf of 'সংকাশ' ছোট কাগজ

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৩

প্রকাশিত হয়েছে ‌‌ সংকাশ ছোট কাগজের চতুর্থ সংখ্যা

মামুন ম. আজিজ এর সম্পাদনায় এবং পন্ডিত মাহী ও রনীল জহিরের নিবিড় সহযোগিতায় প্রকাশিত হলো 'সংকাশ' ছোট কাগজের দ্বিতীয় বর্ষ॥দ্বিতীয় সংখ্যা (ডিসেম্বর ২০১৩।। অগ্রহায়ণ-পৌষ ১৪২০)
এটি সংকাশ এর চতুর্থ সংখ্যা।

বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৩

প্রকাশিত হয়েছে 'সংকাশ' লেখক সংগঠনের দ্বিতীয় গল্প সংকলন 'নৈঃশব্দ্যের উচ্চারণ'



প্রকাশিত হয়েছে 'সংকাশ' লেখক সংগঠনের দ্বিতীয় গল্প সংকলন 'নৈঃশব্দ্যের উচ্চারণ'।

শব্দেরা কাঁদে-নীরবে, নিরালায়। নিরাপরাধ এবং গভীর সমৃদ্ধতায় ভারাক্রান্ত শব্দের পাল। মনের গহিনে, আড়ালে, কুহরে সে সকল শব্দ পালের বসবাস। শব্দরা অক্ষম নয়, শব্দেরা ভীষণ গতিময় এবং দূরন্ত-দূর্বার। শব্দগুলোও প্রাণ পায়, একজন গল্পকার শব্দদের কান্না ধারন করেন, প্রশমিত করেন কান্না। একজন গল্পকার চাষ করেন শব্দের ফসল। শব্দেরা বুনট হয় নিরেট কিংবা দীঘল দীঘির ঘন জলের ন্যায়, পাশাপাশি অনেক শব্দ, বাতাসের হিালে শব্দরা হাসে-কতশত শব্দের বুনটে এক একটি গল্প গল্পকারের হৃদয় হতে উঠে আসে কাগজের পাতায়। শব্দমালার সেই হাসি মাখা ফসলের উত্তাল প্রকাশ ঘটান যে গল্পকার তার প্রকাশও বাঞ্ছনীয়। সেই প্রকাশের আয়োজনে মেতেছে ‘সংকাশ’- লেখক সংগঠন।
একুশে গ্রন্থমেলা ২০১২ তে ‘সংকাশ’-লেখক সংগঠনটির প্রথম গল্প সংকলন ‘নৈঃশব্দ্যের শব্দযাত্রা’ প্রকাশিত হয়েছিল প্রকাশনা প্রতষ্ঠিান ভাষাচিত্র ।সংগঠনটি একুশে গ্রন্থমেলা ২০১৩তেও উদ্যগী হয়েছে দ্বিতীয় গল্প সংকলন প্রকাশের বাসনায়। তারই ফসল এই ‘নৈঃশব্দ্যের উচ্চারণ’।