সোমবার, ২৬ মার্চ, ২০১২

নিষিদ্ধ উপাখ্যান

সাবেক পর্ণ-অভিনেত্রী মার্লি জেন তার বিগত অভিশপ্ত জীবনের কিছু কথা এক ইন্টারভিউ তে উল্লেখ করেছেন। মার্লি ২০০৬-২০১০ পর্যন্ত প্রায় ৩০ টি পর্নোগ্রাফি ছবিতে কাজ করেছে। সে নিজেও একসময় একটা পর্নো এজেন্সী চালিয়েছে। বর্তমানে তিনি এই নিষিদ্ধ জগতের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সতর্ক করতে তৎপর। তার সাক্ষাৎকার গ্রহন করেন, পিঙ্ক-ক্রস ফাউন্ডেশনের কর্ণধার, সাবেক পর্নো-অভিনেত্রী শেলী লুবেন।

মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২

কষ্টের দস্যিপনা

যখন তুমি পাশে নেই, বুকের মাঝে শূন্যতার প্রতিধ্বনি
অনেক বলতে না পারা কথা, অনেক অসমাপ্ত কথা
দাপিয়ে বেড়ায় বুকের এখানে সেখানে…
তুমি দেখবে হয়তো অনেক কষ্ট পৌরাণিক যুগ পেড়িয়ে গেছে
হয়তো আমার বিঘে দশেক আয়তনে্র মনে

বুধবার, ১৪ মার্চ, ২০১২

লোডশেডিংয়ের রাতে

** purona ekti lekha. jodi notun lekha dite na pari hoyto etakei...


মাদুরের নিচ থেকে হেঁটে আসে 'বিরক্তিরা'
                                 লোডশেডিংয়ের রাতে।
গুমোট অন্ধকারে চলে ভ্রু কুঁচকে, আচম্‌কা হোঁচট!
উল্টে পড়ে পুরনো আতরের নীল শিশিতে।
                                    হঠাৎ দুলুনিতে-   
নড়েচড়ে উঠে শিশির ভেতর ছোট্র 'আশ্বাস'
কিছুটা প্রশ্রয় পেয়ে নিঃশ্বাসে এসে লাগে
                          লোডশেডিংয়ের রাতে...

সোমবার, ১২ মার্চ, ২০১২

আমার শৈশব


আকাশ জুড়ে এলো ঐ
কালো বরণ দেয়া-
কালবৈশাখী এলো ঐ
বেঁধে রাখো খেয়া।

পান্তা ভাত



//এক//

-আমার স্ত্রী মাঝে মাঝে কেমন যেন অস্বাভাবিক আচরণ করে। আমি বুঝতে পারি না। কোনমতে কথাগুলা বললো ইমন।

-কেমন আচরণ? বিস্তারিত বলুন। গম্ভীর ভাবে বললেন সাইক্রিয়াট্রিস্ট ডঃ রওশন আরা।

ইমন মাথা নীচু করলো লজ্জায়। কিভাবে বলবে বুঝতে পারছে না। আজকে ছুটি নিয়ে সোজা অফিস থেকে চলে এসেছে। আপয়েন্টমেন্ট আগে থেকেই নেয়া ছিল। পুষ্প এখনও কিছু জানে না।

-কি হল বলুন? চুপ করে থাকলে আমি বুঝবো কি করে?

-ইয়ে মানে, আমাদের বিয়ে হয়েছে ৫ মাস হলো। এখনো আমি আমার স্ত্রীর ... বলে ইমন চুপ করে গেল।

-আপনাদের বিয়ে কিভাবে হয়েছে? পারিবারিক ভাবে?

-আমরা ক্লাসমেট ছিলাম। নিজেরা পছন্দ করেছি। পরে পারিবারিক ভাবে আমাদের বিয়ে হয়।

-আপনাদের মধ্যে ফিজিকাল রিলেশন হয় নাই এখনো, এটাই তো বুঝাতে চাইছেন তাই না? কাগজের উপরে কেস হিস্ট্রি লিখতে লিখতে জিজ্ঞাসা করলেন সাইক্রিয়াট্রিস্ট।

রবিবার, ১১ মার্চ, ২০১২

সংঘবদ্ধ লেখকশক্তি ও সমসাময়িকতা

সংঘবদ্ধ লেখকশক্তি ও সমসাময়িকতা

সমসাময়িকতা থেকে একটু পিছিয়ে থাকলে খুব একটা ক্ষতি নেই। বরং পিছিয়ে পড়া মানুষরা অবক্ষয়টা টের পায় আগে ভাগে। প্রতিটি পরিবর্তন কিংবা এগিয়ে যাওয়ার ধাপগুলো তারা তৃতীয় কোণ থেকে দেখতে পায়। এক দৃষ্টিতে তাদেরকে সমাজ পরিবর্তনের ‘ওয়াচ ডগ’ বলা যায়।

সমসাময়িক (contemporary) মানুষরা সময়ের স্রোতে ভেসে চলেন। তারা হাওয়ার পক্ষে পাল তোলেন। পাল তোলার অবশ্য এটাই নিয়ম। হাওযার বিপক্ষে পাল তুললে হয় পাল ছিড়বে, নতুবা ইচ্ছার বিপরীত পথে যাত্রা হবে। যাই হোক, সমসাময়িক আধুনিক মানুষরা খুব একটা সৃস্টিশীল হন না, কারণ তারা নবসৃষ্টির ভোক্তামাত্র, কিংবা অনেক ক্ষেত্রে প্রণোদনা।……

সোমবার, ২৬ মার্চ, ২০১২

নিষিদ্ধ উপাখ্যান

সাবেক পর্ণ-অভিনেত্রী মার্লি জেন তার বিগত অভিশপ্ত জীবনের কিছু কথা এক ইন্টারভিউ তে উল্লেখ করেছেন। মার্লি ২০০৬-২০১০ পর্যন্ত প্রায় ৩০ টি পর্নোগ্রাফি ছবিতে কাজ করেছে। সে নিজেও একসময় একটা পর্নো এজেন্সী চালিয়েছে। বর্তমানে তিনি এই নিষিদ্ধ জগতের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সতর্ক করতে তৎপর। তার সাক্ষাৎকার গ্রহন করেন, পিঙ্ক-ক্রস ফাউন্ডেশনের কর্ণধার, সাবেক পর্নো-অভিনেত্রী শেলী লুবেন।

মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২

কষ্টের দস্যিপনা

যখন তুমি পাশে নেই, বুকের মাঝে শূন্যতার প্রতিধ্বনি
অনেক বলতে না পারা কথা, অনেক অসমাপ্ত কথা
দাপিয়ে বেড়ায় বুকের এখানে সেখানে…
তুমি দেখবে হয়তো অনেক কষ্ট পৌরাণিক যুগ পেড়িয়ে গেছে
হয়তো আমার বিঘে দশেক আয়তনে্র মনে

বুধবার, ১৪ মার্চ, ২০১২

লোডশেডিংয়ের রাতে

** purona ekti lekha. jodi notun lekha dite na pari hoyto etakei...


মাদুরের নিচ থেকে হেঁটে আসে 'বিরক্তিরা'
                                 লোডশেডিংয়ের রাতে।
গুমোট অন্ধকারে চলে ভ্রু কুঁচকে, আচম্‌কা হোঁচট!
উল্টে পড়ে পুরনো আতরের নীল শিশিতে।
                                    হঠাৎ দুলুনিতে-   
নড়েচড়ে উঠে শিশির ভেতর ছোট্র 'আশ্বাস'
কিছুটা প্রশ্রয় পেয়ে নিঃশ্বাসে এসে লাগে
                          লোডশেডিংয়ের রাতে...

সোমবার, ১২ মার্চ, ২০১২

আমার শৈশব


আকাশ জুড়ে এলো ঐ
কালো বরণ দেয়া-
কালবৈশাখী এলো ঐ
বেঁধে রাখো খেয়া।

পান্তা ভাত



//এক//

-আমার স্ত্রী মাঝে মাঝে কেমন যেন অস্বাভাবিক আচরণ করে। আমি বুঝতে পারি না। কোনমতে কথাগুলা বললো ইমন।

-কেমন আচরণ? বিস্তারিত বলুন। গম্ভীর ভাবে বললেন সাইক্রিয়াট্রিস্ট ডঃ রওশন আরা।

ইমন মাথা নীচু করলো লজ্জায়। কিভাবে বলবে বুঝতে পারছে না। আজকে ছুটি নিয়ে সোজা অফিস থেকে চলে এসেছে। আপয়েন্টমেন্ট আগে থেকেই নেয়া ছিল। পুষ্প এখনও কিছু জানে না।

-কি হল বলুন? চুপ করে থাকলে আমি বুঝবো কি করে?

-ইয়ে মানে, আমাদের বিয়ে হয়েছে ৫ মাস হলো। এখনো আমি আমার স্ত্রীর ... বলে ইমন চুপ করে গেল।

-আপনাদের বিয়ে কিভাবে হয়েছে? পারিবারিক ভাবে?

-আমরা ক্লাসমেট ছিলাম। নিজেরা পছন্দ করেছি। পরে পারিবারিক ভাবে আমাদের বিয়ে হয়।

-আপনাদের মধ্যে ফিজিকাল রিলেশন হয় নাই এখনো, এটাই তো বুঝাতে চাইছেন তাই না? কাগজের উপরে কেস হিস্ট্রি লিখতে লিখতে জিজ্ঞাসা করলেন সাইক্রিয়াট্রিস্ট।

রবিবার, ১১ মার্চ, ২০১২

সংঘবদ্ধ লেখকশক্তি ও সমসাময়িকতা

সংঘবদ্ধ লেখকশক্তি ও সমসাময়িকতা

সমসাময়িকতা থেকে একটু পিছিয়ে থাকলে খুব একটা ক্ষতি নেই। বরং পিছিয়ে পড়া মানুষরা অবক্ষয়টা টের পায় আগে ভাগে। প্রতিটি পরিবর্তন কিংবা এগিয়ে যাওয়ার ধাপগুলো তারা তৃতীয় কোণ থেকে দেখতে পায়। এক দৃষ্টিতে তাদেরকে সমাজ পরিবর্তনের ‘ওয়াচ ডগ’ বলা যায়।

সমসাময়িক (contemporary) মানুষরা সময়ের স্রোতে ভেসে চলেন। তারা হাওয়ার পক্ষে পাল তোলেন। পাল তোলার অবশ্য এটাই নিয়ম। হাওযার বিপক্ষে পাল তুললে হয় পাল ছিড়বে, নতুবা ইচ্ছার বিপরীত পথে যাত্রা হবে। যাই হোক, সমসাময়িক আধুনিক মানুষরা খুব একটা সৃস্টিশীল হন না, কারণ তারা নবসৃষ্টির ভোক্তামাত্র, কিংবা অনেক ক্ষেত্রে প্রণোদনা।……