“অনুভবে শব্দের মিছিল”
--------জাকিয়া জেসমিন
১৯
জুন ২০১২
জানালার ধার ঘেঁষে শব্দের মিছিল
ঘররর...ঘররর...ঘররর ঘররর
চলছে একটানা সেলাই মেশিন, পা মেশিনে সুর বেজে চলে
একটানা বিরামহীন,
নতুন দালান উঠোবার প্রস্তুতিতে তার পাশে চলে
পুরনোকে ভেঙে গুড়ো করার প্রস্তুতি, গাছের পাতার দোলা ঝিরি ঝিরি বাতাসে, জানালার
ধার ঘেঁষে বসা বাজারে মেছুয়া গন্ধে তোলে কাকের হুটোপুটি, খরিদ্দারের চটির শব্দ
পায়ে!
জানালার ভেতর দেয়ালের ঘরের প্রতিটি বিন্দু জুড়ে
চলে শব্দের গান। পর্দাগুলো নর্তকী ন্যায় দুলছে, দুলছে; দুলে দুলে হাত নেড়ে
ছোয়াছুয়ি খেলে যায়, দেয়ালের সাথে পর্দার মিতালী। ক্যালেন্ডারের পাতায় পাতায়
চুমোচুমি। গানের ও নাচের মুর্ছনায় মুগ্ধ মাতাল দেয়াল কান পেতে শুনে ওদের শব্দের
সুরতান।
বাহিরে দূরে ঠক ঠক শব্দ, কানে ভেসে আসছে ঐ! মাঝে
মাঝে থেমে যায়, মিশে যায় প্রকৃতির আহ্বানে; সবাই চুপ চাপ, বসেছে যেন মজলিশ; কথার
বাগানে পুনরায় ওঠে ঝড়, কিচি কিচি...হোওওও...রে রে রে...! শব্দের মিছিলের নাম নেই।
নেই গন্ধ! আছে শুধু সুরতান, অদ্ভূত নেশা ধরা গান, বেজে চলে; থেমে যায়।
মাঝে মাঝে পথ চলতি মানুষের একটা দুটো কথা। শিশুর
কলরব। সাইকেল, রিকশার টুনটুন ঘন্টির আওয়াজে। মাছের বাজারের দরকষাকষি। পেঁয়াজ
ওয়ালার হাক, ঐ পেঁয়াজ, পেঁয়াজ নেবে পেঁয়াজ! সওব সুর এক সাথে মিশে তৈরী করে দৃশ্যের
পরে দৃশ্যপট শব্দের ঐকতান।
--- ০---
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন