সোমবার, ১২ মার্চ, ২০১২

আমার শৈশব


আকাশ জুড়ে এলো ঐ
কালো বরণ দেয়া-
কালবৈশাখী এলো ঐ
বেঁধে রাখো খেয়া।


ঝড় এলে আমবাগানে
পড়বে আমের গুটি-
কারো বারণ না শুনেই
আমবাগানে ছুটি!

বর্ষার জলে মাটির রাস্তা
কাদায় মাখামাখি-
এর মাঝেও আমরা ক’জন
করছি দাপাদাপি!

উঠানের মাঝে জমে গেছে
হাঁটু সমান পানি-
কলার ভেলা ভাসাবো বলে
চলছে কানাকানি!

হঠাৎ করে জেগে দেখি
বন্ধুরা গেল কই সব?
স্বপ্নের মত হারিয়ে গেলো
আমার সেই শৈশব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সোমবার, ১২ মার্চ, ২০১২

আমার শৈশব


আকাশ জুড়ে এলো ঐ
কালো বরণ দেয়া-
কালবৈশাখী এলো ঐ
বেঁধে রাখো খেয়া।


ঝড় এলে আমবাগানে
পড়বে আমের গুটি-
কারো বারণ না শুনেই
আমবাগানে ছুটি!

বর্ষার জলে মাটির রাস্তা
কাদায় মাখামাখি-
এর মাঝেও আমরা ক’জন
করছি দাপাদাপি!

উঠানের মাঝে জমে গেছে
হাঁটু সমান পানি-
কলার ভেলা ভাসাবো বলে
চলছে কানাকানি!

হঠাৎ করে জেগে দেখি
বন্ধুরা গেল কই সব?
স্বপ্নের মত হারিয়ে গেলো
আমার সেই শৈশব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন